ইনসাইড বাংলাদেশ

‘২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হবে কোরবানির বর্জ্য’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ রোববার দুপুরে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা কর্মীদের দিক-নির্দেশনামূলক সভায় তিনি একথা জানান।

ডিএসসিসি এলাকায় পশু জবাইয়ের জন্য ৬০২টি স্থান নির্ধারণের কথা জানান মেয়র। সেইসঙ্গে, নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে এবং নিজ নিজ কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে নাগরিকদের অনুরোধ জানান তিনি।

মেয়র আরও জানান, এ বছর বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ হাজার ২০০ কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্জ্য অপসারণ সহজ করতে সিটি কর্পোরেশনের এলাকায় প্রায় দুই লাখ ব্যাগ সরবরাহ করা হবে।

গত বছরের মতো এ বছরও বর্জ্য পরিষ্কারে হট লাইন নাম্বার চালু রাখবে। নগরবাসী ০৯৬১১০০০৯৯৯ নাম্বারে ফোন করে তাদের বাড়ির আঙিনার বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা করতে পারবে। ঈদের দিন দুপুর ২টায় মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করবেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭