ওয়ার্ল্ড ইনসাইড

পালিত হচ্ছে পবিত্র হজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/08/2018


Thumbnail

সৌদি আরবে আজ পালিত হচ্ছে পবিত্র হজ। সারা বিশ্বের  ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন। তাঁদের কন্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আলাহুম্মা লাব্বাইক’। 

এর আগে গতকাল রোববার মিনায় অবস্থান নেওয়ার মধ্য দিয়ে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। হজ পালনের পর দুপুরে আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করা হবে।খুতবা শেষে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। সুর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর হাজিরা মুজদালিফার পথে যাত্রা করবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সারারাত খোলা আকাশের নিচে ইবাদত বন্দেগির মাধ্যমে কাটাবেন হাজিরা।

বহু বছরের রেওয়াজ অনুযায়ী হজের আগে কাবা শরীফের গিলাফ বদলানো হয়। কাবা শরীফ ও মসজিদে হারামাইনের কাস্টোডিয়ান সৌদি বাদশাহর প্রতিনিধিরা গিলাফ পরিবর্তনের কাজে অংশ নেন।

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশ-পাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মুসল্লিদের সাহায্য করেত নিয়োজিত রয়েছে আরও অন্তত ১৬ হাজার গাইড।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭