ওয়ার্ল্ড ইনসাইড

মক্কায় বৃষ্টির হানা, ধুলিঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/08/2018


Thumbnail

হজের আনুষ্ঠানিকতার মধ্যেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন সারাবিশ্ব থেকে হজ পালন করতে আসা লাখ লাখ মুসল্লি। স্থানীয় সময় রোববার রাতে মুসল্লিদের মিনায় অবস্থানকালে তীব্র ঝড়ো বাতাস প্রবাহিত হয় বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হজের দিনেও বিরূপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তীব্র গরম আর ধূলিঝড়েরও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সৌদি সংবাদমাধ্যম জানায়, রোববারের ধুলিঝড় শুরু হলে সবাই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। সেসময় হালকা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমতে শুরু করে। 

আরব নিউজ জানিয়েছে, মিনা থেকে আরাফাতের ময়দানে যাওয়ার সময় হাজিরা বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছেন। একটু পরপরই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিলো। সেসময় হালকা বৃষ্টিপাতও শুরু হয়। তবে তা খুব বেশি সময় স্থায়ী হয়নি।

যেকোনো ধরণের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশ-পাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মুসল্লিদের সাহায্য করতে নিয়োজিত রয়েছে আরও অন্তত ১৬ হাজার গাইড।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭