ওয়ার্ল্ড ইনসাইড

ঈদে আফগানিস্তানে ৩ মাসের যুদ্ধ বিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/08/2018


Thumbnail

পবিত্র ঈদ উপলক্ষে আফগানিস্তানে যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার থেকে এই যুদ্ধ বিরতি শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। গত রোববার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি শর্তসাপেক্ষে এই ঘোষণা দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তালেবানদের পক্ষ থেকে কোন উসকানি দেওয়া না হলে নবীজির জন্মদিন পর্যন্ত চলবে এই যুদ্ধ বিরতি।’

তিনি আরও জানিয়েছেন, এই যুদ্ধবিরতি শুধু তালেবানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আইএসআইএল অথবা অন্য কোনো জঙ্গি সংগঠনের ক্ষেত্রে নয়। এ বিষয়ে তালেবানরা এখনো কোনো বিবৃতি জানায়নি। তবে এর আগে ঈদ  উপলক্ষে ১০০ বন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছে তালেবানরা।

এদিকে আফগান সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আফগানিস্তান সরকারের নেওয়া এ ধরনের পদক্ষেপে পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তানের।’


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭