ইনসাইড পলিটিক্স

ড. কামাল-বার্নিকাট বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/08/2018


Thumbnail

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে গণফোরাম নেতা ড. কামাল হোসেনের বৈঠক হয়েছে। আজ সোমবার বিকেল ৩ টায় আমেরিকান ক্লাবে দুজনের বৈঠক হয়েছে। বলা হচ্ছে, এটি ড. কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভিন্নকথা।

বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনীতিতে যে মেরুকরণ হচ্ছে সেটির মূল উদ্যোক্তা হলো মার্কিন দূতাবাস ও এর রাষ্ট্রদূত। তাই ধারণা করা হচ্ছে, রাজনৈতিক মেরুকরণের অংশ হিসেবেই মার্শা বার্নিকাটের সঙ্গে ড. কামালের আজকের বৈঠক হয়েছে।

মার্কিন দূতাবাসের উদ্যোগেই গতকাল রোববার রাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরীর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব নিয়ে এই দুই নেতার মধ্যে দীর্ঘদিনের বিভেদ বিষয়ে আলোচনা হয় বৈঠকে। আজ সোমবার বিকেলেও বেইলি রোডে তাঁদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে এই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। ড. কামাল-বি. চৌধুরীরর পরবর্তী বৈঠক কবে, কখন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭