ওয়ার্ল্ড ইনসাইড

ইমরানকে মোদীর চিঠি নিয়ে বিতর্ক ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2018


Thumbnail

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দু’দেশের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েই এ চিঠি দিয়েছেন মোদী। আর পাকিস্তানও আলোচনাকেই পুরোনো দুই শত্রু দেশের মধ্যে সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ মনে করে। কিন্তু ভারত পাক পররাষ্ট্রমন্ত্রীর এ দাবি অস্বীকার করে বলেছে, ‘মোদী অভিনন্দন জানাতেই ওই চিঠি লিখেছেন। তাতে আলোচনার কোনো আহ্বান জানানো হয়নি৷’

অন্যান্য খবর

জলবায়ু নীতি থেকে সরে এল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সরকারের নতুন জ্বালানি নীতিতে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তাঁর সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলের বেশ কয়েকজন এমপি জলবায়ু পরিকল্পনায় সমর্থন না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে টার্নবুল বলেন, তার সহকর্মীদের অনেকেই জলবায়ু পরিবর্তন রোধে গৃহীত নীতি সমর্থন না করায় তিনি পরিকল্পনা বাতিলে বাধ্য হয়েছেন।

ঈদে আফগানিস্তানে ৩ মাসের যুদ্ধ বিরতি

পবিত্র ঈদ উপলক্ষে আফগানিস্তানে যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার থেকে এই যুদ্ধ বিরতি শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। গত রোববার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তালেবানদের পক্ষ থেকে কোন উসকানি দেওয়া না হলে নবীজির জন্মদিন পর্যন্ত চলবে এই যুদ্ধ বিরতি।’

সামরিক আবাসনে থাকতে চান ইমরান

প্রধানমন্ত্রীর নির্ধারিত বাসভবন নয়, সামরিক আবাসনে থাকতে চান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে একথা জানান তিনি। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যার ওই বক্তব্যের মাধ্যমে ‘নয়া পাকিস্তানের’ রোডম্যাপ সম্পর্কেও ধারণা দেন তিনি।

ইউরোজোনের বেইলআউট থেকে বেরিয়ে এল গ্রিস

ইউরোজোনের অর্থনীতি পুনরুদ্ধার (বেইলআউট) কর্মসূচি অবশেষে সফলভাবে শেষ করেছে গ্রিস। ঋণসংকট জর্জরিত গ্রিস দেউলিয়া হওয়া থেকে বাঁচতে ইউরোভুক্ত দেশগুলো থেকে এ সহায়তা নিয়েছিল । তিনবছর মেয়াদী এ জরুরি ঋণ প্রকল্পের ৬ হাজার ১৯০ কোটি ইউরো শেষ পর্যন্ত শোধ করতে পেরেছে দেশটি। ইইউ’র অর্থনীতি ও অর্থ বিষয়ক কমিশনের প্রধান পিয়েরে মস্কোভিচি বলেন, ‘আজ থেকে গ্রিস ইউরোপের অন্যান্য দেশের মতই সম্মান পাবে।‘

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭