ইনসাইড বাংলাদেশ

ঈদের দিন বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2018


Thumbnail

ঈদের দিন সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল কোরবানির ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া অদিদপ্তরের তথ্য অনুযায়ী, একটি লঘুচাপ উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতও হতে পারে।

গতকাল সোমবার থেকেই দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। এই প্রবণতা থাকলে ঈদের দিন বুধবারে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঈদের দিন সকালে বৃষ্টি হলে নামাজ ও কোরবানি দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে বৈরি আবহাওয়া সত্ত্বেও ধর্মপ্রাণ মুসল্লিরা যেন নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে দেশের বিভিন্ন এলাকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭