ইনসাইড বাংলাদেশ

‘তখন শ্বশুর বাড়িতেই থাকতেন তারেক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার আগের দিন ধানমন্ডিতে তারেক জিয়ার শ্বশুর বাড়িতে একটি ট্রাক থেকে বড় বাক্স নামানো হয়। বোরকা পরা কিছু লোক সেখানে উপস্থিত হয়। তখন তারেক জিয়া শ্বশুর বাড়িতেই থাকতেন। দীর্ঘ নয় মাস সে শ্বশুর বাড়িতে ছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখতে আমি একজন আওয়ামী লীগ নেতাকে নির্দেশ দেই। সে পরদিন বিষয়টি দেখবে বলে জানায়। তবে এর আগেই হামলা হয়।’

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ের অস্থায়ী বেদীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য প্রদাণকালে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সেদিন হামলার স্বীকার লোকদের সাহায্য করেনি পুলিশ।  বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের লাঠিচার্জ করা হয় ও টিয়ারশেল মারা হয়। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ দেয় পুলিশ।

প্রকাশ্য দিবালোকে এমন হামলা পৃথিবীতে নজিরবিহীন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে সেদিন শুধু আওয়ামী লীগের নেতারাই নয়, বিদেশীরাও রক্ষা পায়নি।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭