কালার ইনসাইড

‘বেশি রাগ হলে বড়জোর ছাগল বলতেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2018


Thumbnail

বাবলু, নায়করাজের ব্যক্তিগত সহকারী।  ১০ বছর ধরে তার সঙ্গে কাজ করেছেন।  বাহিরে বের হওয়ার সময় সর্বক্ষণ সঙ্গে থাকতেন। তিনি বললেন নায়ক রাজ রাজ্জাককে নিয়ে ,‘ কখনো তাকে খারাপ ব্যবহার করতে দেখিনি। কখনো ভুল হলে হালকা ঝাড়ি দিতেন। একটু পরই আবার ডাকতেন। বুঝাতেন এভাবে না ওভাবে করবি। বেশি রাগ হলে বড়জোর ছাগল বলতেন, বা বলতেন এই ব্যাটা এটা কি করেছিস- এই বলে ঝাড়ি দিতেন। অমাকে ছেলেদের মতোই ভালবাসতেন। কোন বিপদ নিয়ে টেনশন করতাম না। ভাবতাম, মাথার উপর তো সাহেব আছেন। যখন তখন বিপদে আপদে সাহায্য করতেন। আমার বাড়ির খোঁজখবর নিতেন।’

মাছ ধরা তার শখ ছিল। তিনি পূবাইলে বা বাইরে কোথাও গেলে মাঝে মাঝে মাছ ধরতেন। ‘আমাকে মাছ ধরার বড়শি এনে দেওয়ার জন্য তাৎক্ষণিক অর্ডার করতেন। শেষ দুই বছর ওনাকে নিয়ে হাসপাতালে অনেক দৌঁড়াতে হয়েছে। হাসপাতালে সবসময় আমিই সঙ্গে থাকতাম। যখন কিছুটা সুস্থবোধ করতেন, তখন আমার সঙ্গে গল্প করতেন, আমার খোঁজখবর নিতেন। মাঝে মাঝে হাই পাওয়ারের ওষুধ খেলে তিনি প্রলাপ বকতেন। কখনো কখনো রাত ৩-৪টার দিকে ঘুমের মাঝে তিনি কথা বলেতেন। ঘুমের ভেতরেও তিনি শুটিংয়ে যাওয়ার কথা বলতেন। আমাকে উদ্দেশ্য করে বলতেন- এই আমার সবকিছু রেডি করে দে আমি শুটিংয়ে যাব, গাড়ি বের করতে বল। এমনই শুটিং পাগল ছিলেন তিনি। শুটিংয়ের সঙ্গে যে তাঁর এতযুগের বসবাস ছিল।’

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭