ইনসাইড বাংলাদেশ

কোথায় কখন ঈদের জামাত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2018


Thumbnail

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল বুধবার উদযাপন হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায়

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায়। পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে জামাতগুলো হবে। তবে আবহাওয়ার প্রতিকূল হলে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ বুধবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ৯টায়

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ হজে যাওয়ায় এবার সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান।

ঢাকা

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাজধানীতে ৪০৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সাড়ে ৭টায় এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় হবে ঈদের জামাত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৭টায় হবে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও রাজধানীর আরামবাগের দেওয়ানবাগে সকাল ৮টা, সাড়ে ৯টা এবং ১০টায় তিনটি জামাত হবে। পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে সকাল ৭টা, ৮টা এবং পৌনে ৯টায়। মিরপুর-১২ নম্বর সেকশনের এ-ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, ধানমাণ্ডি ঈদগাহ ময়দান এবং বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

রাজশাহী

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রাজশাহীরশাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে  নগরীর প্রথম দুটি ঈদ জামাত আমচত্ত্বর আহলে হাদীস মাদ্রসা মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে সকাল ৭টায় হবে। এছাড়া টিকাপাড়ায় মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, লোকনাথ স্কুল মাঠ, পাঁচানী ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, বুলনপুর ঈদগাহসহ রাজশাহীর বিভিন্ন স্থানে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

চট্টগ্রাম

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে সকাল পৌনে ৮টায় । ইমামতি করবেন এ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবার বন্দরনগরীর ৪১ ওয়ার্ডে ১৬৫টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়া লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮টায় এবং বাকলিয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

বরিশাল

বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার কোরবানির ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন। বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত হবে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। বরিশালে প্রথম ঈদের জামাত হবে সকাল ৭টায় আমানতগঞ্জ ঈদগাহ মাঠে। এছাড়া নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, আঞ্জুমান হেমায়তে ইসলাম গোরস্থান ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট

সিলেটে নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হবে। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জামে মসজিদ এবং সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮ টায়। এছাড়া সিলেট নগরীর অন্তত ৫০টি স্থানে জামাতের আয়োজন করেছে কর্তৃপক্ষ।

খুলনা

খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৮টায় এবং ৯টায় টাউন জামে মসজিদে দুটি জামাত হবে।

বাংলা ইনসাইডার/বিপি

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭