ইনসাইড বাংলাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের শতাধিক গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2018


Thumbnail

সারা বাংলাদেশ আগামীকাল বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি থাকলেও বরিশাল, দিনাজপুর, মাদারীপুর, পটুয়াখালী, চাঁদপুরসহ বেশ কয়েকটি জেলার শতাধিক গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে আজ। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার ঈদ উদযাপন করছে এসব গ্রামবাসী।

জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ও রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার বলেয়া ভবানীপুর, বিরল উপজেলার বালান্দোর ভারাডাঙ্গী বাজার এবং পার্বতীপুর উপজেলার বিভিন্ন গ্রাম এবং পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই; গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া; বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা প্রভৃতি গ্রামসহ দেশের শতাধিক গ্রামের অধিকাংশ মানুষ আজ মঙ্গলবার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়। কিন্তু দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশের কয়েকটি গ্রাম সৌদি আবের সঙ্গে দিন-ক্ষণ মিলিয়ে ঈদ উদযাপন করে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭