ইনসাইড বাংলাদেশ

ঈদে অতিথিদের কী খাওয়ালেন রাষ্ট্রপতি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/08/2018


Thumbnail

ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে সর্বস্তরের মানুষ বঙ্গভবনে জড়ো হন। এসময় তারা রাষ্ট্রপতি আবদুল হামিদ এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিদের মুখরোচক খাবার দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের দরবার হলে গরুর মাংস, মুরগীর মাংস, লুচি, পরোটা, পোলাও, দই বড়া, সেমাইসহ কয়েক ধরনের মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

আজ বুধবার সকাল ১০টায় বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর এ আপ্যায়নের ব্যবস্থা করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, কোরবানি মানুষকে ত্যাগের পাশাপাশি ধৈর্য্য ধারনের শিক্ষা দেয়। ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও ত্যাগ ও ধৈর্য্যের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমতসহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি সমতাভিত্তিক সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা। আসুন, কোরবানির শিক্ষা কাজে লাগিয়ে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলি। সাম্য আর মৈত্রীর বন্ধন সর্বত্র ছড়িয়ে পড়ুক- এ প্রত্যাশা করি।

অশুভ ও অকল্যাণকে পরিহার করে মানব কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭