ইনসাইড বাংলাদেশ

কুসিক নির্বাচন ইসির অগ্নিপরীক্ষা না হলেও কঠিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/03/2017


Thumbnail

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নতুন নির্বাচন কমিশনের (ইসি) কাছে অগ্নিপরীক্ষা না, তবে এটিকে কমিশনের জন্য একটি কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।


তিনি বলেন, ‍“কুসিক নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ। তবে বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে নির্বাচন কমিশন আমাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছে।”

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, “শুধু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নয়, আগামীতে সব ধরনের নির্বাচনে ইসিকে সহযোগিতা দেয়া হবে।”

তিনি বলেনে, “নির্বাচন কমিশন নতুন ভবনে এসেই কাজ শুরু করেছে। এসেই অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাই শুধু কুসিক নির্বাচন নয় এদেশে যতগুলো নির্বাচন হবে সবগুলোকে সহযোগিতা করব।”

তিনি বলেন, “কুমিল্লায় ১৫/১৬ জন প্রিজাইডিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।”

পরে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে যা যা করণীয় তার সব কিছুই করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইতোমধ্যে নির্বাচনী মালামাল এলাকায় পৌঁছে গেছে। কমিশন সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।”


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭