ওয়ার্ল্ড ইনসাইড

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/08/2018


Thumbnail

চল‌তি বছর হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তৃতীয়‌ দিনের মতো মিনায় হাজিদের পর্যায়ক্রমে ছোট, মাঝা‌রি ও‌ বড় জামারায় পাথর নিক্ষেপের ম‌ধ্য দি‌য়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

গতকাল বৃহস্প‌তিবার হজ কার্যক্রমে শেষ হওয়ার পর বি‌শ্বের বি‌ভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা মিনা থে‌কে মক্কায় ফি‌রে আসেন।

জানা যায়, মিনার বি‌ভিন্ন তাঁবু থে‌কে হা‌জিদের ঢল নামে‌। প্রখর রো‌দের ম‌ধ্যে তাদের একটু‌ প্রশা‌ন্তি দি‌তে রাস্তায় রাস্তায় ঝরনা থে‌কে পা‌নি ছাড়া হয়। এসময় মক্কার বি‌ভিন্ন রাস্তায় যানজটের সৃ‌ষ্টি হয়। শহরে ট্যা‌ক্সি ভাড়া দ্বিগুণ হয়। অনেক হাজিকে পা‌য়ে হেঁটে পথ চল‌তেও দেখা যায়।

আগা‌মী ২৭ আগস্ট ফির‌তি ফ্লাইট শুরু‌ হ‌বে। ২৬ সে‌প্টেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ থে‌কে চল‌তি বছর ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন প‌বিত্র হজ পালন ক‌রে‌ছেন। তাদের ম‌ধ্যে ৬৯ জন মৃত্যুবরণ ক‌রে‌ন।


বাংলা ইনসাইডার/বিপি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭