ইনসাইড বাংলাদেশ

ন্যায্যমূল্যে এক সপ্তাহের মধ্যে চামড়া কিনবে ট্যানারি মালিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/08/2018


Thumbnail

মৌসুমি ব্যবসায়ীরা সঠিকভাবে কাঁচা চামড়া সংরক্ষণ করলে আগামী এক সপ্তাহের মধ্যে তা ন্যায্য মূল্যে সংগ্রহ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তারা এই কথা জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ৪০-৪৫ শতাংশ চামড়া এখনো বিক্রি হয়নি। তবুও লক্ষ্যমাত্রা অনুযায়ীই এ বছর কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। চামড়া ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, ট্যানারিগুলো পুঁজি সংকটে ভুগছে। অনেক ট্যানারিই উৎপাদনে নেই। এরপরও কাঁচা চামড়া সংগ্রহে তারা সচেষ্ট হবে বলে জানায় ট্যানার্স অ্যাসসিয়েশন।

এছাড়া চামড়া ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় কাঁচা চামড়া পাচারের শঙ্কা বাড়বে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। এই কারণে আগামী একমাস সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭