ইনসাইড ইকোনমি

বিশ্ব বাণিজ্য যুদ্ধের প্রভাব চামড়া শিল্পে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/08/2018


Thumbnail

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের চামড়া শিল্পে। ঈদুল আজহার পর গত বুধবার থেকে পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে। গতবারের তুলনায় পশু কোরবানির সংখ্যা বাড়লেও, বাড়ছেনা চামড়ার দাম। বিশ্ববাজারেও চামড়ার চাহিদা দিন দিন কমছে।

চামড়া শিল্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। চামড়া শিল্পের এ পরিস্থিতির জন্য বিশ্ব অর্থনীতিকে দায়ী করছে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। মি: আহমেদ বিবিসিকে বলেছেন, ‘চামড়ার দামের বেঞ্চমার্ক হচ্ছে আমেরিকা। সেখানে যদি দাম কমে, তাহলে সারা বিশ্বেই দাম কমবে।’

গত কয়েক বছর ধরেই চামড়ার দাম কমতির দিকে। এ বছর ব্যাপক ক্ষতি হওয়ায় চামড়া ব্যবসার প্রতি আগ্রহ হারাচ্ছেন চামড়া ব্যবসায়ীরা। বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশে চামড়ার দাম কমছে বলে মনে করছেন চামড়া ব্যবসায়ীরাও। এখনো অনেক খুচরা ব্যবসায়ী সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারেননি।

চীনের ক্রেতারা আমাদের দেশ থেকে চামড়া কিনে নিয়ে তা দিয়ে পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করে। তাই যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর যে ২৫ শতাংশ শুল্কারোপ করেছে তাঁর প্রভাব পড়েছে আমাদের শিল্পে। এদিকে সীমান্ত পথে কাঁচা চামড়া পাচারের আশঙ্কাও করছেন অনেকে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন গত দুই বছর ধরে কমপ্লায়েন্স ইস্যুতে চামড়া কেনা বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশে কোরবানি ঈদের সময় চামড়ার চাহিদার প্রায় ষাট শতাংশ পূরণ হয়ে থাকে। প্রতি বছর প্রায় ৩০ কোটি বর্গফুট চামড়ার ব্যবসা হয়ে থাকে বাংলাদেশে। এর মধ্যে প্রায় পৌনে তিন কোটি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাকিটা রপ্তানি করা হয়।


সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭