ইনসাইড বাংলাদেশ

কারাগার থেকে বেরিয়ে যা বললেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/08/2018


Thumbnail

কারাগার থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।’

আজ শনিবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান মির্জা ফখরুল। প্রায় একঘণ্টার সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে বিকেল ৫টার দিকে এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন পাইনি। আজকে ম্যাডামের পিএসকে জানানো হয়েছে যে , আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো।‘

বিএনপির মহাসচিব জানান, ‘চেয়ারপারসন বেশ অসুস্থ। তবে তাঁর মনোবল শক্ত আছে। আমরা আমাদের অবস্থার কথা তাঁকে জানিয়েছি। আমরা আশা করছি, দ্রুতই তাঁর জামিন হবে।’

তিনি আরও জানান, ‘তাঁর শারীরিক অবস্থা আগে যেমন দেখেছি, তেমনই আছে। তাঁর চেয়ে ভালো নেই।’ সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত বুধবার (২২ আগস্ট) ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মির্জা ফখরুলসহ দলের কয়েকজন সিনিয়র নেতা। কিন্তু দেখা করার কোনো অনুমতি না থাকায় সেসময় তাদের জেলখানার কাছেই যেতে দেয়নি কারা কর্তৃপক্ষ। তবে ওই দিন খালেদা জিয়ার পরিবারের ছয় সদস্য কারাগারে গিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন। বেগম জিয়ার ঈদের দিনে পরিবারের আনা খাবারও খান।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড হয়।


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭