ইনসাইড বাংলাদেশ

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/08/2018


Thumbnail

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি না করার দাবিতে ২০০৬ সালের ২৬ জানুয়ারি দিনাজপুরের ফুলবাড়ীতে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও করে সাধারণ মানুষ। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এই শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে আয়োজন করা হয়। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। বিএনপি-জামাত জোট সরকারের নির্দেশে সাধারণ মানুষের ওপর গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৎকালীন বিডিআর-পুলিশের গুলিতে নিহত হয় কলেজ ছাত্র তরিকুল, আমিন ও সালেকিন। আহত হয় দুই শতাধিক মানুষ। ওই দিনের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালন করা হয়। ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ১২ বছর পূর্তি আজ।

সেদিন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জির অফিস ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে দুপুর ২টার দিকে বিশাল প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে পুলিশ ও তৎকালীন বিডিআর তাতে বাধা প্রদান করে। কিন্তু জনতা পুলিশ-বিডিআরের ব্যারিকেড ভেঙ্গে এগুনোর চেষ্টা করলে মিছিলের ওপর টিয়ার সেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয় যার ফলে তিন কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজিত জনতা ওই দিনই ফুলবাড়ীতে অবস্থিত এশিয়া এনার্জির অফিস ভেঙে দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে ৩০ আগস্ট আন্দোলন কমিটির সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ৬ দফা সমঝোতা চুক্তি সাক্ষর করে। আজও কার্যকর হয়নি বিএনপি-জামায়াত জোটের সেই সমঝোতা চুক্তি।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭