টেক ইনসাইড

বন্ধ হচ্ছে গুগল প্লাস!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/08/2018


Thumbnail

গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট গুগল প্লাস বন্ধ করে দেওয়া হচ্ছে। জনপ্রিয়তা ধরে রাখতে না পারায় চালু হওয়ার সাত বছরের মাথায় গুগল প্লাস বন্ধ করে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে ফ্রান্সে গুগল প্লাসের সকল কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে।

গুগল প্লাস ২০১১ সালে চালু হয়। চালু হওয়ার পর থেকেই ফেসবুকের মতো সামাজিক মাধ্যমের এই পেইজটি খুব একটা সক্রিয় ছিল না। যদিও জনপ্রিয়তা বাড়ানোর জন্য জিমেইল অ্যাকাউন্ট দিয়েই গুগল প্লাস ব্যবহার করার অনুমতি ছিল। তবুও এর সাথে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর টক্কর লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেও, শেষ পর্যন্ত ব্যর্থ হল গুগল। গুগল প্লাসের ফ্রান্সের পেইজটিতে অনুসারীর সংখ্যা ছিল ৪ লাখ ৭১ হাজার ৬২২ জন।

একটি দেশের অফিশিয়াল গুগল পেজ বন্ধ হওয়ায় অন্যান্য দেশের গুগল প্লাসও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। যদিও চলতি বছর ফেব্রুয়ারি মাসে গুগল প্লাসের প্রকৌশলী ব্যবস্থাপক লিও ডিগান জানান, গুগল প্লাসের নতুন সংস্করনের কাজ চলছে। তবে এ ঘোষণার ছয় মাসের মাথায়ও গুগল প্লাস নিয়ে গুগলের নতুন কোন উদ্যোগ চোখে পড়েনি।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭