ইনসাইড ট্রেড

মরণোত্তর ‘মাদার তেরেসা রত্ন’ পুরস্কার পাচ্ছেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/08/2018


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম মরণোত্তর ‘মাদার তেরেসা রত্ন’ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। কমিটির চেয়ারম্যান অরুণ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

মাদার তেরেসার ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার কলকাতার সত্যজিত রায় অডিটোরিয়ামে ১৯তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড মঞ্চে অরুণ বিশ্বাস এই ঘোষণা দিয়েছেন।

অরুণ বিশ্বাস বলেছেন, ২০১৯ সালে থেকে মাদার তেরেসা অ্যাওয়ার্ডের পাশাপাশি মাদার তেরেসা রত্ন সম্মাননা চালু করা হবে। প্রথম মরণোত্তর মাদার তেরেসা রত্ন সম্মাননা দেওয়া হবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুকে। অরুণ বিশ্বাস আরও বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের কথা হয়েছে।

২০০৪ সাল থেকে বাৎসরিক বা দ্বি-বাৎসরিক ভাবে ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান করা হয়। আব্রাহাম মাথাই প্রতিষ্ঠিত ‘হারমনি ফাউন্ডেশন’ এই পুরস্কারটি দিয়ে থাকে। এর আগে এই সম্মানে ভূষিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিসহ বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।


বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭