ইনসাইড বাংলাদেশ

‘তিন কারণে চামড়ার দরপতন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/08/2018


Thumbnail

এবছর তিন কারণে কোরবানির পশুর কাঁচা চামড়ার দরপতন হয়েছে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কোরবানির ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘দাম কমানোর পরেও এখনও চামড়া বিক্রি হচ্ছে না এর এক নম্বর কারণ হলো, গতবারের চামড়া রয়ে গেছে, দুই যারা ট্যানার্স অ্যাসোসিয়েশনের মালিক তারা বলছে ব্যাংকের ঋণ সঠিক সময়ে তারা পায়নি, তিন সাভার যে শিল্পগুলো হওয়ার কথা সে শিল্গগুলো গড়ে উঠেনি। এসব কারণে চামড়া কেনা-বেচা নিয়ে এবছর সংকট দেখা দিয়েছে।’

কোরবানির ঈদের আগে চামড়ার দাম কমানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা সঠিক ছিল বলেও দাবি করেন তিনি। 

উল্লেখ্য গত বুধবার কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। এবছর কোরবানির ঈদে প্রায় ১ কোটি ১৬ লক্ষ পশু কোরবানি করা হয়েছে সারা দেশে। দেশের মোট চামড়ার প্রায় ৬০ শতাংশই আহরণ করা হয় কোরবানির ঈদের সময়। এবছর কোরবানির ঈদে পশুর চামড়ার অস্বাভাবিক দরপতন হয়। চামড়া ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন গত ৩০ বছরে এত কম টাকায় কোরবানির পশুর চামড়া বেচাকেনা হয়নি।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭