ইনসাইড বাংলাদেশ

‘জাতীয় নির্বাচনে জোটের শরীকদের ৬৫-৭০ আসন দেওয়া হতে পারে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/08/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাগী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরীকদের ৬৫ থেকে ৭০ আসন দেওয়া হতে পারে।’  

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংসদের ৭০টি আসন শরিকদের জন্য ছেড়ে দিতে রাজি আওয়ামী লীগ। সেপ্টেম্বর মাস থেকেই আওয়ামী লীগ সুবিধাজনক আসনগুলোতে তাদের প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করবে। এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণের কাছে যারা গ্রহণযোগ্য, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পাবেন।’

আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, সেটা সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগতো কখনোই বলেনি যে, সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। এখন দেখা যাক সময় কী বলে?’


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭