ওয়ার্ল্ড ইনসাইড

সর্বাধুনিক প্রযুক্তির রোবটিক রেস্টুরেন্ট এখন নেপালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/08/2018


Thumbnail

নেপালে সম্প্রতি চালু হয়েছে সর্বাধুনিক দেশীয় প্রযুক্তির রোবট রেস্টুরেন্ট। রোবট চালিত রেস্টুরেন্ট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, চীন ও বাংলাদেশের পর এবার যুক্ত হলো নেপাল। তবে দেশীয় প্রযু্ক্তিতে তৈরি এমন রেস্টুরেন্ট দক্ষিণ এশিয়ায় এটিই সর্বপ্রথম বলে দাবি করছে নেপাল।  

 

রাজধানী কাঠমান্ডুতে রোবট চালিত এই রেস্টুরেন্টটির নাম ‘দ্য নাওলো’ যার বাংলা অর্থ হলো ‘নতুন’। এই রোবট রেস্টুরেন্টটিতে বর্তমানে কাজ করছে ৫টি রোবট। এদের ডাকা হয় জিনজার ও দু’জনের নাম ফেরি নামে। রোবটসহ এই রোবোটিক রেস্তোরাঁটির ডিজাইন ও তৈরি করেছে রোবট তৈরিতে খ্যাত পালি টেকনোলজি নামে একটি নেপালি কোম্পানি। মাত্র ৬ জন ইঞ্জিনিয়ার মিলে তৈরি করেছে সম্পূর্ণ এই রোবোটিক রেস্টুরেন্ট।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘পরি’ নামে একটি রোবট তৈরি করেছিল তাঁরা, যেটিকে নিয়োগ দেওয়া হয়েছিল একটি ব্যাংকে। ইংরেজি ও নেপালি ভাষায় বিশেষভাবে দক্ষ এই রোবটটি গ্রাহকদের সঙ্গে গল্প গুজব ও হাসি ঠাট্টাও করত।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭