ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারের সমালোচনায় পম্পেও এবং অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/08/2018


Thumbnail

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নকে ‘জঘন্য জাতিগত নিধন’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থকবে বলেও জানিয়েছেন তিনি। স্থাণিয় সময় শনিবার রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের এক বছরপুর্তিতে পম্পেও এ কথা বলেন।

অন্যান্য খবর

‘অবৈধ সন্তান রয়েছে ট্রাম্পের’

অবৈধ সন্তান রয়েছে ট্রাম্পের। এ,মনটাই দাবি করেছেন ‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’-এর সাবেক কর্মী ডিনো সাজুডিন। তিনি জানান, এক সময়ে ওই ভবনেরই এক পরিচারিকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁদের একটি অবৈধ সন্তানও রয়েছে। তবে তাঁর মুখ বন্ধ রাখতে বড় অংকের ঘুষ দেওয়া হয়।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে নানগাগবার শপথ

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন নানগাগবা। দেশটির নির্বাচন নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই শপথ নিলেন তিনি। স্থানীয় সময় গতকাল রোববার  দেশটির জাতীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে (নানগাগবা) শপথ পাঠ করান দেশটির প্রধান বিচারপতি লুকে মালাবা।

বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৬

বুলগেরিয়ার পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক ছুটি উদযাপনে পর্যটকবাহী বাসটি একটি রিসোর্টের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০ মিটার নিচে পড়ে যায়। স্থানীয় সময় শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আফগানিস্তানের আইএস প্রধান নিহত

আফগানিস্তান ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু সাদ এরহাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। আইএস’র গোপন আস্তানায় অভিযানে এরহাবি নামের ওই আইএস প্রধান নিহত হন। স্থানীয় সময় গতকাল রোববার এ তথ্য জানানো হয়। শনিবার রাতে নানগরহর প্রদেশে অভিযানে এরহাবি নিহত হয়।  


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭