ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে রায় পেছাল রয়টার্সের দুই সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/08/2018


Thumbnail

মিয়ানমারে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে গ্রেপ্তার রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার রায় আরও এক সপ্তাহ পিছিয়েছে। আজ সোমবার এই রায় ঘোষণার কথা থাকলেও বিচারকের ‘অসুস্থতার’ কারণে রায় ঘোষণা ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ও (২৮) এর বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ৯ জুলাই থেকে  ইয়াঙ্গুনের আদালতে বিচার চলছে। বরবারই নিজেদের নির্দোষ দাবি করেছেন রয়টার্সের দুই সাংবাদিক।

রয়টার্স সূত্রে জানা গেছে, ২০১৬ সালে রয়টার্সে যোগ দেওয়া ওয়া লোন রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংকট নিয়ে একাধিক প্রতিবেদন করেছেন। আর কিয়াও সো ও রয়টার্সে যোগ দেন গতবছর গ্রেপ্তার হওয়ার আগে ওয়া লোন এবং কিয়াও সো ও রাখাইনের সেনা অভিযানের সময় এক গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যা করে লাশ পুঁতে ফেলার একটি ঘটনা নিয়ে অনুসন্ধান করছিলেন। 

রয়টার্স জানিয়েছে, গোপনীয়তা আইনে মামলায় দোষী সাব্যস্ত করা হলে লোন ও সো ও এর ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭