ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/08/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ভিডিও গেম ক্যাফেতে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। হত্যাকাণ্ডের পরপর হামলাকারীও আত্মহত্যা করেন। স্থানীয় সময় গতকাল রোববার ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি রেস্টুরেন্টের ভিডিও গেম ক্যাফেতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে জ্যাকসনভিলের একটি ক্যাফে থেকে এক ভিডিও গেম টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল।  টুর্নামেন্ট চলাকালীন সময়ে এক বন্দুকধারী ক্যাফেতে ঢুকে হঠাৎ করে গুলি চালাতে শুরু করে যার ফলে কমপক্ষে ১৪ জন গুলিবিদ্ধ ও ৩ জন নিহত হয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ডেভিড কাৎজ। চব্বিশ বছর বয়সী এই যুবক বাল্টিমোরের বাসিন্দা। ভিডিও গেমে হেরে ক্ষুব্ধ হয়ে কাৎজ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। পুলিশ এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে জ্যাকসনভিল শেরিফ অফিস টুইটারে পোস্ট করার মাধ্যমে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭