ইনসাইড বাংলাদেশ

মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ৮০ কি.মি.

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/08/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কে গাড়ীর সর্বোচ্চ গতিবেগ ৮০ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহাসড়কে ইজিবাইক, নসিমন, ব্যাটারি চালিত রিকসা ও লেগুনার মত ধীরগতির যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।’

আজ সোমবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানান সেতুমন্ত্রী।

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, ‘রাজধানীতে আধুনিক গন-পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা বাস্তবায়ন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ঢাকায় চলমান বাসগুলোর রং উঠে ফ্যাকাসে হয়ে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব বাসের বিউটিফিকেশন করবেন বলে জানিয়েছেন মালিকরা। কন্ট্রাক্ট সার্ভিসও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উক্ত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭