ইনসাইড বাংলাদেশ

সংসদ লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/08/2018


Thumbnail

জাতীয় সংসদের লাইব্রেরিতে চালু হয়েছে বঙ্গবন্ধু কর্নার। এই কর্নারের পাশেই আছে মুক্তিযুদ্ধ কর্নার। লাইব্রেরিতে ঢোকার মুখেই এদুটি কর্নার। তিন কোটি টাকা ব্যয়ে সম্প্রতি লাইব্রেরির সংস্কার করার সময় এই দুটি কর্নার তৈরি করা হয়। এ বছর দেশি-বিদেশি ৩০৯টি শিরোনামে ৩৬৫ কপি বই কিনেছে সংসদ।

জাতীয় সংসদের লাইব্রেরিতে প্রায় ৪০ হাজার বই রয়েছে। এর মধ্য থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস ও কবিতার বই নিয়ে বঙ্গবন্ধু কর্নারে রাখা হচ্ছে। একইভাবে মুক্তিযুদ্ধ কর্নারও সাজানো হচ্ছে।

এ বিষয়ে সংসদ লাইব্রেরির পরিচালক মোশতাক আহমদ বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে সংশ্লিষ্ট বই সংগ্রহ করে রাখা হচ্ছে। এমপি ও গবেষকদের বসার জন্য আরামদায়ক সোফা রাখা হয়েছে। এসব কর্নারের জন্য আরও বই কেনা হবে।’


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭