ইনসাইড ইকোনমি

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ভারতের ৭০ বৃহৎ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/08/2018


Thumbnail

ভারতের ব্যাংকিং খাতে ঋণখেলাপের লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পুনর্গঠনে ব্যর্থ হলে অন্তত ৭০টি বৃহৎ কোম্পানি দেউলিয়া হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরবিআই খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন নিয়ম চালু করে। এ নিয়মের আওতায় ঋণ পুনর্গঠনের সময়সীমা শেষ হওয়ার পর ঋণগ্রহীতাদের দেউলিয়া সুরক্ষার জন্য ভারতের ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপ্টসি কোডের আওতায় আদালতে নেওয়া হবে। দেশটির ৩৫টির বেশি বিদ্যুৎ সংস্থা এবং বিদ্যুৎ-বহির্ভূত আরও অন্তত ৪০টি প্রতিষ্ঠান আরবিআইয়ের পদক্ষেপের কারণে দেউলিয়া আদালতে যাওয়ার মুখে রয়েছে বলে জানা গেছে।

আরবিআইয়ের নতুন পদক্ষেপ দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ভারমুক্ত করবে বলে মনে করছেন কনগ্লোমারেট বাজাজ গ্রুপের অর্থ-বিষয়ক পরিচালক প্রবাল ব্যানার্জি। তবে দেউলিয়া প্রক্রিয়ায় ক্রেতা পেতে ব্যর্থ হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানান তিনি।

বিশ্বে ঋণখেলাপির পরিমানের দিক থেকে ভারতের অবস্থান দুইয়ে। ২১ হাজার কোটি ডলারের বেশি খেলাপি ঋণ রয়েছে ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর। খেলাপি ঋণ নতুন বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করায় এরই মধ্যে প্রায় ৪০টি বৃহৎ খেলাপি প্রতিষ্ঠানকে দেউলিয়া আদালতে নেয়ার নির্দেশ দিয়েছে আরবিআই।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ১১ দশমিক ৬ শতাংশ। খেলাপি ঋণের অনুপাতের দিক থেকে ভারতের থেকে এগিয়ে রয়েছে শুধুমাত্র ইতালি। দেশটির গড় ঋণের ১৪ দশমিক ৪ শতাংশই খেলাপি ঋণ।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭