ইনসাইড বাংলাদেশ

‘বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/08/2018


Thumbnail

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের ওপর নির্ভর কর‌ছে আগামী‌তে দে‌শে গণতন্ত্র থাক‌বে কি থাক‌বে না। তাই একাদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এমন য‌দি হয় বিএন‌পি নির্বাচ‌নে অংশ নি‌লো না, তাহ‌লে গ্রহণ‌যোগ্য হ‌বে না।’

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ বিএনপির সঙ্গে আছে। আওয়ামী লীগের চ্যালেঞ্জ জনগণ। তারা কীভাবে জনগণকে মোকাবেলা করবে।

সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সহায়ক সরকারের দাবিতে কঠোর কর্মসূচির ঈঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব। এছাড়া আগামী ১ সে‌প্টেম্বর দ‌লের ৪০ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সংবাদ স‌ম্মেল‌নে বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, খায়রুল ক‌বির খোকন, যুবদ‌লের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদ‌লের সহ সভাপ‌তি নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭