ইনসাইড বাংলাদেশ

‘ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন, ১০০ আসনে ইভিএম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/08/2018


Thumbnail

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ টি আসনের মধ্যে ১০০ টি আসনে ব্যবহার করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।’

আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়ে ইসি সচিব বলেন, ‘দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামতসহ সবকিছু ঠিক থাকলে সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করা হবে। ৩০ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর সেটা ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য আইন মন্ত্রণালয়ে যাবে।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭