ওয়ার্ল্ড ইনসাইড

হারিকেন মারিয়া: পুয়ের্তো রিকোয় মৃতের সংখ্যা ছিল ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত বছর আঘাত হানা হারিকেন মারিয়ার কারণে পুয়ের্তো রিকোতে ২ হাজার ৯শ ৭৫ জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দ্বীপটির কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে। একটি স্বাধীন তদন্তের পর মৃতের প্রকৃত সংখ্যা বেরিয়ে এসেছে বলেও জানিয়েছে তারা। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

গতবছর সেপ্টেম্বরে আঘাত হানা চার মাত্রার ঘূর্ণিঝড় মারিয়ায় মাত্র ৬৪ জন নিহত হয় বলে সেসময় জানানো হয়েছিল। সংশোধিত নিহতের সংখ্যা সরকারিভাবে ঘোষিত আগের সংখ্যার থেকে অন্তত ৫০ গুণ বেশি।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দ্বীপ পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্দো রোসেলো স্বাধীন তদন্ত দলের নতুন প্রতিবেদনটি মেনে নিয়েছেন। তিনি বলেন, এটা দীর্ঘ প্রতীক্ষিত এবং স্বাধীন তদন্ত প্রতিবেদন। যদিও এটা অনুমান নির্ভর, তবে নিশ্চিতভাবেই এর বোইজ্ঞানিক ভিত্তি রয়েছে।

ঘোষিত সংখ্যার চেয়ে নিহতের পরিমাণ যে অনেক বেশি তা আগে থেকেই অনুমান করা হচ্ছিল বলে জানিয়েছে পুয়ের্তো রিকোর সরকার।

ধ্বংসস্তূপের বিস্তৃতির কারণে ঝড়ে লণ্ডভণ্ড দ্বীপটিতে প্রকৃত নিহতের সংখ্যা বের করা বেশ জটিল কাজ বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

এর আগে গত মে’তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছিলো, ঘূর্ণিঝড় মারিয়ায় পুয়ের্তো রিকোতে অন্তত ৪ হাজার ৬শ’ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে এক তৃতীয়াংশেরই মৃত্যু হয়েছিলো ঝড়ের ফলে সৃষ্ট দীর্ঘ সময়ের বিদ্যুৎহীনতা ও চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে। এমনটাই দাবি করেছিলেন হার্ভার্ডের গবেষকরা।

ঘূর্ণিঝড় মারিয়ার পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশিদিন বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো। দ্বীপটিতে প্রায় ৩৪ লাখ মার্কিন নাগরিকের বাস। ওই ঝড়ে অন্তত ৯০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছিল বলে জানিয়েছিল মার্কিন ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন।

পুয়ের্তো রিকোতে বিদ্যুৎ সংযোগ চালু হলেও এখনও তা নিরবিচ্ছিন্ন নয় বলে জানিয়েছে বিবিসি। মারিয়ার আঘাত হানার প্রায় এক বছর হতে পরেও দ্বীপটিতে এখনো বিদ্যুৎ গ্রিড ও অবকাঠামো মেরামতের কাজ শেষ হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ  মেরামত কাজ সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ১৩৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থবরাদ্দের আবেদন করেছে। তবে এখনো তারা সেটা পায়নি।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭