ওয়ার্ল্ড ইনসাইড

গুগল ফেসবুক টুইটারকে ট্রাম্পের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

ইন্টারনেট জায়ান্ট গুগল, ফেসবুক ও টুইটারকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় এই যোগাযোগের মাধ্যমগুলো ট্রাম্প বিরোধিতা ও পক্ষপাতিত্ব করছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক টুইট বার্তায় ট্রাম্প এ সতর্ক বার্তা দেন।

গুগলসহ ইন্টারনেটের এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ’বিপজ্জনক পথে হাঁটছে’ বলে মন্তব্য করেন ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প বলেন, গুগলের সার্চ ইঞ্জিনে ‘ট্রাম্প নিউজ’ লিখে সার্চ করলেই ভেসে উঠছে ভুয়া গণমাধ্যমের প্রতিবেদন। এমনকি প্রভাবশালী গণমাধ্যম সিএনএন কেও তিনি ’ভুয়া’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে গুগলকে আরও বেশি সতর্ক হতে বলেন ট্রাম্প। এছাড়া এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবেই তাঁর বিরুদ্ধে সংবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজে সাংবাদিকদের এক সম্মেলনেও তিনি গুগলের পাশাপাশি ফেসবুক ও টুইটারকেও সংবাদ প্রচারে সতর্ক হওয়ার পরামর্শ দেন। তবে এ বিষয়ে এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখনো কোনো অফিশিয়াল নোটিশ দেওয়া হয় নি বলে জানান ট্রাম্পের এক উপদেষ্টা।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭