টেক ইনসাইড

ভিডিও দেখার সময়সীমা জানাবে ইউটিউব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

ভিডিও দেখার প্লাটফরম হিসেবে ইউটিউব আমাদের সব বয়সীদের কাছে তুমুল জনপ্রিয়। দিনের অবসরে বা কাজের ফাঁকে ইউটিউব আমাদের অন্যতম সঙ্গী বলাই যায়। কিন্তু, দিনে আমরা ঠিক কতটা সময় ধরে ইউটিউব দেখছি, সেটার হিসাব আমাদের কাছে থাকতো না।

কিন্তু এবার আপনি ইউটিউবে ঠিক কতটা সময় ব্যয় করছেন তা বের করে দেবে ইউটিউব নিজেই। সেজন্য একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে তারা। একজন ব্যবহারকারী কত সময় ভিডিও দেখেছেন তা জানিয়েছে দেবে নতুন ফিচারটি। সম্প্রতি ইউটিউব আনুষ্ঠানিকভাবে নতুন ফিচারটির ঘোষণা দেয়।

ইউটিউবে টাইম ওয়াচ অপশন থেকে ব্যবহারকারীরা প্রতিদিন, সপ্তাহসহ মোট কত সময় ভিডিও দেখেছেন তা জানতে পারবেন। তবে এর জন্য ব্যবহারকারীকে ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে লগইন থাকতে হবে।

ইউটিউব ব্যবহারকারী হিস্টোরি থেকে ভিডিও দেখার সময়ের তথ্যটি নিয়ে থাকে। তাই যদি ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে ভিডিওয়ের হিস্টোরি মুছে ফেলে তাহলে সঠিক হিসাব পাওয়া যাবে না।

ফিচারটি এখনো সব ইউটিউব ব্যবহারকারীর কাছে পৌঁছেনি। ধীরে ধীরে তা সবার কাছে পৌঁছে যাবে বলে  আশা করছে ইউটিউব কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭