ইনসাইড বাংলাদেশ

‘সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সবিনয়ে বলবো সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের আন্দোলন করার প্রয়োজন নেই। এক্সপেক্টেবল নির্বাচন হবে দেশে। আপনারা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’

আজ বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের এসময় বলেন, ‘আপনারা যদি গণতান্ত্রিক নিয়ম মেনে অহিংস আন্দোলন করেন আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস আন্দোলন করলে, জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘যারা ইতিবাচক রাজনীতি করে, যাদের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা-অভিযোগ নেই, সন্ত্রাস বা কোনো অপরাধের সঙ্গে জড়িত নেই, তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেফতার না করার কোনো কারণ নেই।’  

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নয় মাসে যা পারলেন না, তিন মাসে তা পারবেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে না।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭