ইনসাইড বাংলাদেশ

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

মহাসড়কে বেপরোয়া গতিতে বাস চলাচলের কারণে এনা পরিবহনের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জেলায় ৫ জন নিহত হয়েছেন।  

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  

এ দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত-নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে নরসিংদীর শিবপুরের আমতলায় এনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহত দুইজন হলেন, কাপাসিয়া এলাকার খিড়াটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান এবং কফিল উদ্দিনের ছেলে রোমান।  

এ ঘটনার পর উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা করেন। হাইওয়ে পুলিশ এনা পরিবহনের বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এনা পরিবহনের বাসটি অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭