ইনসাইড বাংলাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে ডিএমপির মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

আজ বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেছেন, ‘বিএনপির আবেদন বিবেচনা করে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তারা নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাবে। তাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।’

এর আগে, গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে আছে পয়লা সেপ্টেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বেলা ৩টায় ঢাকায় জনসভা। পরদিন ২ সেপ্টেম্বরে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে দলটি। 

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭