ইনসাইড বাংলাদেশ

পাবনায় সাংবাদিক সুবর্ণা হত্যায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যা মামলায় শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

আজ বুধবার দুপুরে আবুল হোসেনকে শিমলা ডায়াগনোস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।  

জানা যায়, নিহত নদীর মা মর্জিনা বেগম আজ দুপুরে তিনজনের নামসহ মোট ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দাায়ের করেন। এ মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানা যায়। 

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭