ইনসাইড বাংলাদেশ

‘অক্টোবরে গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে।

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান।

অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ হবে? সেই সরকারে আপনি আছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘জানি না, তবে ধারণা করছি অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবরে হতে পারে। ডিসেম্বর মাসে তো নির্বাচন। নির্বাচনের তিন মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতেই হয়।’  

আপনি সরকারে আর কতদিন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত আছি। অন্তর্বর্তীকালীন সরকারেও সম্ভবত আমি থাকব।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭