ইনসাইড বাংলাদেশ

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2018


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশের দিন আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। 

আজ বুধবার এই আদেশের দিন ধার্য ছিল। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক কাজী কামরুল ইসলাম নতুন এই দিন নির্ধারণ করেন। মামলার বাদী এবি সিদ্দিকীর আইনজীবী আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন।  

এর আগে গত ১৬ জুলাই খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এবি সিদ্দিকী। তাঁর আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক আজ ২৯ আগস্ট আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে এবি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭