ইনসাইড বাংলাদেশ

‘জাতীয় ঐক্যমতের নামে সহিংসতা সৃষ্টি করলে সমুচিত জবাব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতাদের সংশ্লিষ্ট যাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। তাঁরা বোকার স্বর্গে আছেন। বাংলাদেশে ২০১৪ সাল এবং ২০০১ সাল আর ফিরে আসবে না। সেই খোয়াব অচিরেই কর্পুরের মতো উড়ে যাবে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, তাঁরা যদি জাতীয় ঐক্যের নামে, আন্দোলনের নামে সহিংসতার দিকে পা বাড়ায়, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা কঠিনভাবে সমুচিত জবাব দেব।’  

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কটের পর জনগণ বিএনপির ডাকে সাড়া না দেওয়ার অর্থ হচ্ছে জনগণ নির্বাচিত সরকারকেই সমর্থন করেছে। শেখ হাসিনার সৎ ও পরিশ্রমী নেতৃত্ব জনগণ আস্থায় নিয়েছে। যে কারণে বিএনপির আন্দোলনের জনগণের পক্ষ থেকে কোনো সায় নেই। নির্বাচিত সরকারের উন্নয়ন এবং অর্জন জনগণকে খুশি করেছে।’ 

কর্তব্যে অবহেলার কারণে মন্ত্রী এসময় বিআরটি প্রজেক্টের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সানাউল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলীকে কারণ দর্শানোর নোটিশ দেন। 

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭