ইনসাইড বাংলাদেশ

ইভিএমের বিরোধীতায় ইসি মাহবুবের সভা বর্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে ইভিএম ব্যবহার করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধীতা করে, নোট অব ডিসেন্ট দিয়ে আজকের সভা থেকে বেরিয়ে যান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির বৈঠক শুরু হয়। সভা শুরুর ৩০ মিনিট পর সভাকক্ষ থেকে বেরিয়ে আসেন মাহবুব তালুকদার।

এরপর মাহবুব তালুকদার এবিষয়ে বেলা ৩টায় আনুষ্ঠানিক ব্রিফিং করে সেখানে বিস্তারিত জানানোর কথা বলেন। 

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন এনে সংসদ নির্বাচনের আগেই ইভিএম ব্যবহারের বিষয়টি সংযোজন করতে আজ বৃহস্পতিবার সভা আহ্বান করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দিন বৈঠকে বসেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭