ইনসাইড সাইন্স

ইনটেলের হুইস্কি ও অ্যাম্বার লেক প্রসেসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

ইনটেল এবার নতুন দুটি প্রসেসর সিরিজ বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই প্রসেসরগুলো এইট জেনারেশন বা অষ্টম প্রজন্মের একটি বিশেষ অংশ হতে যাচ্ছে। তবে এগুলোর গতি ও প্রসেসিং ক্ষমতা বর্তমান অষ্টম প্রজন্মের প্রসেসরগুলোর চেয়ে বেশি হবে।

নতুন সিরিজ দুটির নাম রাখা হয়েছে হুইস্কি লেক ও অ্যাম্বার লেক। শুরুতে এ সিরিজের ল্যাপটপ প্রসেসর বাজারে আনা হবে। আর এর মধ্যে থাকছে কোয়াডকোর আই৭ ৮৫৬৫ইউ, আই৫ ৮২৬৫ইউ ও ডুয়েলকোর আই৩ ৮১৪৫ইউ। সবগুলো প্রসেসরের গতি হবে ২ গিগাহার্জের বেশি। এ প্রসেসরগুলো হুইস্কি লেক সিরিজের অন্তর্ভূক্ত হবে।

এছাড়াও ব্যাটারি সাশ্রয়ী ওয়াই সিরিজের প্রসেসরও বাজারে আনা হবে। এর মধ্যে আছে আই৭ ৮৫০০ওয়াই, আই৫ ৮২০০ওয়াই ও এম৩ ৮১০০ওয়াই। পারফরমেন্সের দিক দিয়ে এগুলো একটু কম ক্ষমতাসম্পন্ন হলেও ব্যাটারি সাশ্রয়ের কথা বিবেচনা করে এগুলো তৈরি করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭