ইনসাইড বাংলাদেশ

‘সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আইনশৃঙ্খলা বাহিনী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেশে দুর্নীতিগ্রস্ত শীর্ষ খাত হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে চিহ্নিত করেছে। এর পরে আছে পাসপোর্ট অফিস এবং বিআরটিএ। সংস্থাটির করা ২০১৭ সালে এক খানা জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার ধানমন্ডির টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খানা জরিপের এ তথ্য প্রকাশ করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  

টিআইবি’র নির্বাহী পরিচালক আরও জানান, ‘২০১৭ সালে দেশজুড়ে একটি খানা জরিপ পরিচালনা করা হয়েছে টিআইবি’র পক্ষ থেকে। সেবা পাওয়ায় প্রতিবন্ধকতা সম্পর্কে সুনির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে জনগণের মতামত জানতে চাওয়া হয়। এই জরিপের ফল বিশ্লেষণ করে দেখা যায়, দেশে দুর্নীতিগ্রস্ত শীর্ষ খাত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। জরিপে অংশ গ্রহণ করা ৮৯ শতাংশ মানুষ বলেছেন, ঘুষ না দিলে এই খাতে সেবা পাওয়া যায় না।’   

এ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ‘জরিপের ফলাফলে দেখা গেছে, ২০১৭ সালে খানা প্রতি গড়ে ঘুষ দেওয়ার পরিমাণ ছিল ৫৯৩০ টাকা। কাঙ্ক্ষিত সেবা পেতে এই পরিমাণ টাকা দিতে বাধ্য হয়েছে দেশের মানুষ। সর্বোচ্চ ঘুষ আদায়ের ক্ষেত্রে শীর্ষ তিনটি খাত হচ্ছে গ্যাস, বিচারিক সেবা এবং বীমা খাত।’ 

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭