ইনসাইড বাংলাদেশ

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নেপালের স্থানীয় সময় দুপুর তিনটায় (বাংলাদেশ সময় সোয়া তিনটা) বিমসটেক সম্মেলন শুরু হওয়ার নির্ধারিত সময়। সম্মেলনের প্রাক্কালে নেপালি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

এর আগে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নেপালের উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় ৭টি আঞ্চলিক দেশের নেতৃবৃন্দকে নিয়ে বিমসটেকের এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনের উদ্দেশ্যই হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরি করা।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭