ইনসাইড পলিটিক্স

লন্ডন যাচ্ছেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

ড. কামাল হোসেন বিদেশ যাচ্ছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি সেমিনারে যোগ দেওয়া জন্য তিনি যুক্তরাজ্য যাচ্ছেন বলে তাঁর আইনি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। সেখান থেকে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। সেখানে জ্বালানি নিরাপত্তা বিষয়ক একটি প্যানেলে তাঁর যোগদানের কর্মসূচি রয়েছে। সবকিছু ঠিক থাকলে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই ড. কামাল হোসেন দেশের বাইরে অবস্থান করবেন। অথচ মাত্র দুইদিন আগে, গত ২৮ আগস্ট যুক্তফ্রন্টের সঙ্গে ড. কামালের গণফোরাম ঐক্যের ঘোষণা দেয়। ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় ঐ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ড. কামালের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি ওয়াদা করেন, আগামী এক বছর আপনি বিদেশে যাবেন না। ভোটের আন্দোলনে নেতৃত্ব দেবেন।’ কিন্তু ঐ বৈঠকের রেশ কাটতে না কাটতেই তিনি বিদেশে পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু করলেন। ড. কামাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন রয়েছেন, তাঁরা বলেন ‘ড. কামাল হোসেন এরকমই কোনো সংকটেই তিনি দেশে থাকেন না। বিদেশে চলে যান। এজন্য তাঁকে বিশ্বাস করা যায় না।’ আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, ‘ড. কামাল কারও বন্ধু হলে তাঁর শত্রুর অভাব হয় না।’


বাংলা ইনসাইডার/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭