ইনসাইড বাংলাদেশ

হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

নেপালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেকের সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়।  

জানা গেছে, আজকের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও হাসিনা-মোদির আলোচনা হয়েছে।  

চলতি বছরে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে এটি তৃতীয় বৈঠক। গত এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবং মে মাসে শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭