ইনসাইড বাংলাদেশ

শেয়ার কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/08/2018


Thumbnail

শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ নির্বাহী প্রধান টিপু সুলতান ফরায়েজীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের সহকারী উপ পরিচালক গুলশান আনোয়ার নেতৃত্বে একটি দল সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন- আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মন্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকার রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন আসামিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০০৯, ২০১০ ও ২০১১ সালের শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় আসামিগণ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে আইএসটিসিএল এর ৩ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা আত্মসাতপূর্বক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করেছেন।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭