ইনসাইড বাংলাদেশ

‘মেশিন নয়, আ.লীগ জনগনের উপর নির্ভরশীল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/08/2018


Thumbnail

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) লাগবে কি লাগবে না, সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন। আমরা ইভিএম মেশিনে নির্ভরশীল নই। আমরা জনগণের আস্থা আর ভোটের ওপর নির্ভরশীল।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়, দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের একথা বলেন তিনি।  

আনিসুল হক বলেন, ‘বিএনপি সব সময় প্রসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। তারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে না। পাকিস্তান এবং বাংলাদেশের আমলে জনগণের সরাসরি ভোটে আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, তিনি এমনসব কথা বলেন, যেগুলোর সঙ্গে সত্যের কোনো মিল নেই।

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

 

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭