ইনসাইড বাংলাদেশ

ঢাবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৯৭১ ফুট আলপনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/08/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ সেপ্টেম্বর নবনির্মিত ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা করবে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

গত ২৯ আগস্ট ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। তারা তাদের লিখিত বক্তব্যে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে সচিবালয়ের রাস্তা হয়ে রোকেয়া হলে আসবেন। সে লক্ষ্যে তাদের সংগঠনের সবাই ৩১ আগস্ট সারাদিন তাঁর আগমনের এই পথকে রঙিন করে তুলতে কাজ করবে। তাদের এই আলপনা প্রধানমন্ত্রীর মনে চিরস্থায়ী জায়গা করে নিবে বলে তারা দাবি করেন।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭